নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেছেন, ইউনিয়নের মাদকসেবী মাদক ব্যবসায়ীদের বিষয়ে কোন ছাড় নয়। সন্তানকে মানুষ করতে হবে, আপনাদের নিজের ঘর থেকে। নিজের ঘরের সন্তানকে সুশিক্ষা দিতে পারলে। অতঃপর পরিবার থেকে, তারপর সমাজ থেকে আদর্শ মানুষে শিক্ষা পাবে সন্তানরা। তিনি বলেন, সমাজ থেকে দুষ্টদের দমন করেই একটি সুন্দর একটি সমাজ গড়ে তুলতে হবে।
গতকাল (৩ অক্টোবর) সোমবার সন্ধা ৬ টায় সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম হক একথাগুলো বলেন। তিনি বলেন, প্রতিটি অভিভাবকদের সচেতন হতে হবে। সে কি করে কোথায় যায় সব খবর রাখতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশে নানা উন্নয়নমুলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন ঐ বিএনপি জামাত স্বাধীনতার পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে ফেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই পরাজিত শক্তিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি।
কৃষ্ণনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কুমার দাস এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির,
জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী আশরাফ পিয়ার ও আলী আজগর মানিক, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ শেখ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, এডভোকেট চিরঞ্জীব রায়,
আওয়ামী লীগ নেতা ও কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুবল অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহিদ মোল্লা, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের অনিমেষ বিশ্বাস প্রমূখ।
এসময় আওয়ামী লীগের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিতাংশু মিত্র (কিংকর)।