
ফরিদপুর প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে শহরের রাজেন্দ্র কলেজ হতে প্রেসক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াছিন কলেজ এর ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে রাজেন্দ্র কলেজ অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আশিক আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী হিমেল হাসান জসিম, সজীব হোসেন, ইসহাক আহম্মেদ, মোঃ নাজমুল হাসান সহ সরকারী রাজেন্দ্র কলেজ ও সরকারী ইয়াছিন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ ও সমাবেশে শিক্ষার্থীরা বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান।
তারা ভারতীয় পণ্য বর্জন ও সরকারীভাবে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান।
এ ঘটনায় ভারতে কে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।