
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় মধুখালী উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ২১ জুন ২০২২ তারিখে সমাপ্ত হয়েছে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন মধুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালি উপজেলার গাজনা ইউপি চেয়ারম্যান ও গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও আবু জাফর মাহমুদুজ্জামান উচ্চ বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।