ইনামুল খন্দকারঃ ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মধুখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১২ টায় মধুখালী উপজেলা মাল্টিপারপাস্ অডিটোরিয়াম হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সবাইকেই তাদের সম্মান দিতে হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আজ তাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করার মধ্যে দিয়ে তাদের সম্মানিত করা হলো।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, মধুখালী সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলার সমাজসেবা অফিসার কল্লোল সাহা, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুধীর কুমার বিশ্বাস।