আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী খুরশীদ আলম মাসুম, হাসান আলী খাঁন ও আরমান হোসেন বাবু মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২ টায় মধুখালী নির্বাচন কমিশন অফিসার এ বি এম আজমল হোসেনের কাছে এ মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাম মিয়াসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, মধুখালীতে আওয়ামী লীগের মনোনীত তিনজন প্রার্থীকে দেশরন্ত শেখ হাসিনা নৌকার মনোনয়ন দিয়েছেন আমরা এই তিনটি ইউনিয়নে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো এবং আমাদের ১ আসনের সাবেক সংসদ ও বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের হাতকে শক্তিশালী করবো।
ইনামুল খন্দকার
বিশেষ প্রতিনিধি।