জাকির হোসেন: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়ের কান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় অবৈধ ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।
এসময় সালথা থানার পুলিশের এসআই মিরাজ ও পুলিশ কনস্টেবল সহযোগিতা করেন।
জানা যায়, উক্ত স্থানে নটখোলা গ্রামের মিজান(৪০) নামক এক ড্রেজার ব্যবসায়ী কয়েকদিন যাবৎ উক্ত স্থানে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, ড্রেজার মেশিন চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আশেপাশের বসতভিটা ও ফসলি জমি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা থাকায় অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।