চৌধুরী মাহমুদ আশরাফ টুটুঃ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারা পাড়া এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অপরাধে অবৈধ ড্রেজার ধ্বংস ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার।
জানা যায়, ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকার তমিজ উদ্দিন মোল্যার ছেলে সাগর মোল্যা (৪০) গোপালিয়া গ্রামের বিশু মোল্যা (৩৫) নামক এক ড্রেজার ব্যবসায়ীকে দিয়ে কয়েকদিন যাবৎ উক্ত স্থানে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বলেন, ড্রেজার মেশিন চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আশেপাশের বসতভিটা ও ফসলি জমি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।