শ্রাবণ হাসান:ভোট চলাকালীন ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ায় বিড়ম্বণায় পড়েছেন ভোটাররা। রিপোর্টটি লেখা পর্যন্ত প্রায় একঘন্টা যাবৎ মেশিননটি বিকল অবস্থায় থাকে।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চর বামুন্দী ইয়াছিন আলী দাখিল মাদ্রাসা কেন্দ্রে।
বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে মেগচামী ইউনিয়নসহ মধুখালী উপজেলার তিনটি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। অন্য দুটি ইউনিয়ন হলো- আড়পাড়া ও ডুমাইন ইউনিয়ন পরিষদ।
কেন্দ্রটিতে ভোটাররা বিরক্তি প্রকাশ করে বলেন, আমরা প্রায় এক/দেড় ঘন্টা যাবৎ দাড়িয়ে আছি। ভেতর থেকে বলতেছে মেশিন নষ্ট। আমরা কখন ভোট দেবো, এখন ২টা বেজে গেছে।
কেন্দ্রটিতে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে দেখা যায়, ইভিএম মেশিন নিয়ে কাজ করছেন। এ সময় তিনি বলেন, কিছুক্ষণ ধরে মেশিনটি কাজ করতেছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।
মধুখালীর ৩টি ইউপিতে মোট চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, মেম্বার প্রার্থী ৯৯ জন ও সংরক্ষিত আসনে মেম্বার প্রার্থী ৫২ জন রয়েছে। তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩১০৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬০৮৩ এবং মহিলা ভোটার ১৫২৫৭ জন রয়েছে।