ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে প্রাইভেট হাসপাতাল সমরিতায় প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়ায় জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিদপ্তর।
১৬ জুন বৃহস্পতিবারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুরের জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার ঝিলটুলিতে অবস্থিত সমরিতা হসপিটালে অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তাদের নিকট প্রতিশ্রুতি সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।