নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি অব্যাহত।
৩০ মে ২০২২, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার মেডিকেল হাসপাতাল কলেজ সংলগ্ন পশ্চিম খাবাসপুর গোয়ালচামটে বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তাদের নিকট হতে ধার্যকৃত সেবা মূল্যের চেয়ে বেশি মূল্য রাখার অপরাধে নিউ লাইফ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং রয়েল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এসময় সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।