
নিজস্ব প্রতিবেদকঃ “ভেষজ চিকিৎসা নিন, সুস্থ থাকুন” এই স্লোগানকে সামনে রেখে মানবদেহের ব্যথা এবং প্রো-অ্যাক্টিভ মনোভাব দূর করার বিষয়ে ভেষজ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ম মার্চ শনিবার সকাল ৯টায় ফরিদপুর খোদাবক্স সড়কে অবস্থিত হোম অফ গ্লোরি ভেন্যুর ২য় তলায় রিয়েল ন্যাচার প্রতিষ্ঠানের আয়োজনে ভেষজ ওষুধের চিকিৎসার বিষয়ে এ অনুষ্ঠান পালিত হয়েছে।
এ প্রশিক্ষন অনুষ্ঠানে রিয়েল ন্যাচার ভেষজ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোঃ খাদেমুল ইসলাম রেজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদরপুর গিয়াসউদ্দিন খান কলেজের প্রভাষক রশিদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমডি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কে.এম নাসিরউদ্দিন, মাওলানা মাহমুদ হাসান নাজাফী, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুর শাখার পরিচালক অ্যাড. খন্দকার সহিদুল ইসলাম সোহাগ, মাসিক কাশফুল সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও ফরিদপুর লেখক পরিষদের সভাপতি আঃ রাজ্জাক রাজা।
এ প্রশিক্ষন অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ভেষজ ব্যবসায়ী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক খাদেমুল ইসলাম রেজা ভেষজ চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভেষজ চিকিৎসার বিষয়ে বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
উক্ত অনুষ্ঠানে নতুন সদস্য ফেরদৌসী আক্তার তার কর্তব্যের সাফল্যের জন্য পুরস্কার পেয়েছে। ২০২১ সালে ভেষজ ওষুধ বিক্রি করে প্রথম হওয়ায় শুকলা রানী বিশ্বাসকে পুরুষ্কার দেন পাঁচ হাজার টাকা ও পরিবারসহ কক্সবাজারে ভ্রমনে রিয়েল ন্যাচার এ ব্যবস্থা করবে।