ইনামুল খন্দকারঃ মধুখালী উপজেলায় মেগচামী শান্তি সংঘের উদ্যোগে ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় মেগচামী ইউনিয়নের চর যাতবপুর গ্রামের দশটি পরিবার ও কালীনগর গ্রামের দশটি পরিবার মোট বিশটি পরিবারের মাঝে ৫ কেজি করে আটা বিতরন করা হয়।
এ সময় খাদ্য সামগ্রী বিতরনকালে সংগঠনের পরিচালক হাফেজ রাকিবুল ইসলাম, সদস্য সাংবাদিক ইনামুল খন্দকার, মজিবর শেখ, সোহেল মিয়া, সোহাগ বিশ্বাস, মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।