
ফরিদপুর প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলা সিপিবি ‘র বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল গত রবিবার রাতে অনুষ্ঠিত হয়।
কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কাফি রতনের উপস্থিতিতে আতাউর রহমান কালুর সভাপতিত্বে ও আবুল কালামের পরিচালনায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন আব্দুল্লাহ কাফি রতন সহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল প্রমুখ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বক্কর মাতুব্বর ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।