বিশেষ প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে ভাঙ্গা উপজেলায় বাজার অভিযান পরিচালনা করা হয়।
২৬ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ঃ২০ ঘটিকা হতে দুপুর ১ঃ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি মূল্যে চিনি, তেল বিক্রি হচ্ছে কিনা তদারকি করা হয়। এছাড়াও অবৈধভাবে শিশু খাদ্যের ব্যবসা পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের প্রস্তাব করা এবং বেকারি পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম ঠিকানা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং নকল ব্যান্ডরোল যুক্ত তামাক পণ্য বিড়ি বিক্রয় করার অপরাধে ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি বাজারে পলাশ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ভাই-ভাই স্টোরকে ৫ হাজার টাকা এবং আলামিন ফার্মেসীকে ১০ টাকা সহ সর্বোমোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ গোলাম মওলা ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।