নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর সদর উপজেলার ২ জন কৃষকের মাঝে ৫০ শতাংশ ভর্তূকী মূল্যে কৃষি যান্ত্রিকীকরণ পাওয়ার টিলার চালিত সিডার মেশিন বিতরণ করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, (১৪ নভেম্বর) সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে কৃষকদের মাঝে এ সিডার মেশিন বিতরণ করা হয়।
সিডার মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব প্রমুখ।
এসময় পৌরসভার উত্তর আলীপুরের মোঃ রাকিব মোল্লা ও ঈশান গোপালপুরের কাদের শেখ নামে দুই সুবিধাভোগী পেচচাষী কৃষকদের মধ্যে এই সিডার মেশিন হস্তান্তর করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন জানান, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তায় কৃষি যান্ত্রীকীকরণ তরান্মিত করতে সরকার ৫০ শতাংশ ভর্তূকী দিয়ে সিডার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করছে। কৃষকদের প্রত্যেকটি পাওয়ার টিলার সিডার মেশিনে অর্ধেক টাকা দেওয়া হয়।
এতে কৃষকরা পাওয়ার টিলার সিডার মেশিন পেয়ে খুশি। এবং কৃষকের চাষের বর্তমানে খরচ কমে অর্ধেকে নেমে আসবে। কৃষি পণ্য বিক্রি করে লাভবান হবে বলে জানান।