ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন ব্রাদার্স ইউনিয়নের সহ-সভাপতি ফরিদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব কুমার মুখার্জি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জাবেদ পারভেজ শাহিন, মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, পৌর আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক শাহিদুর রহমান শাহিদ, শেখ রাসেল ক্রীড়া চক্রের অর্থ সম্পাদক আলী আজগর মানিক, ব্রাদার ইউনিয়ন ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ লিটন মল্লিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ নুরুল ইসলাম, সৈয়দ হাসিবুল আমিন লিপন, অমরেশ চন্দ্র সাহা, মিনার বিশ্বাস, রেজাউল করিম, আজাদ হোসেন,
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির ভাষণে ব্রাদার্স ইউনিয়নের সভাপতি অমিতাভ বোস জানান ফরিদপুরে খেলাধুলায় পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তিনি গত বছরের পৌর গোল্ডকাপ সফলতার সাথে শেষ হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। একই সাথে এ বছরও ফুটবল ক্রিকেটের পাশাপাশি মহিলাদের জন্য একটা খেলারও আয়োজন করা বলে জানান।
তিনি বলেন যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম তিনি ফরিদপুর পৌরসভা থেকে খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।