চাঁদপুর প্রতিনিধিঃ ফিফা ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কোন দল সেরা? বিশ্বজয় করবে কে? এ রকম তর্কের জেরে বন্ধুর হাতে খুন হলেন এক তরুণ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চাঁদপুরে। খেলার ফলাফল নিয়ে অতিরিক্ত উত্তেজনায় ফুটবল বিশ্বকাপ খেলার আর্জেন্টিনা ও ব্রাজিল দুই সমর্থকের মধ্যে তর্কের জেরে এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছে।
(২৮ নভেম্বর) সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মেহেদী বেপারী (১৮)। সে ব্রাজিলের সমর্থক, সে নানুপুর এলাকার হেলার ব্যাপারীর ছেলে।
আটক আর্জেন্টিনা সমর্থক কিশোরের নাম বরকত ব্যাপারী। দুজনই একই এলাকার বাসিন্দা।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।