
মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় দুই ব্যাবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো.খাইরুল ইসলাম।
ভ্রাম্যমান আদলত সুত্রে জানা যায়, সরকার দাম কমানোর ঘোষনা দেওয়ার পরও উক্ত বাজারে দুই ব্যাবসায়ী বেশি দামে তেল বিক্রি করায় ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারায় তাদের জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স দেওয়ান ব্রাদার্সকে ৫ হাজার টাকা ও মেসার্স নিমাই ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.খাইরুল ইসলাম বলেন, সদর বাজারে কিছু ব্যবসায়ী আইন অমান্য করে অধিক মুনাফার আসায় বেশি দামে তেল বিক্রি করায় আজ দুজনকে জরিমানা ও অন্যদের সতর্ক করা হয়েছে।আমাদের বাজার মনিটরিং অব্যাহত থাকবে, ব্যবসায়ীরা নিজেদের না শুধরালে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।