ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদরের ধুলদী রেলগেট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে বেকারিতে ভ্রামমান আদালত কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান এ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের একটি টিম।
২৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্যে ভেজাল রাখায় কারখানায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। বেকারিতে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে ওই এলাকায় মোঃ মিরাজ শেখ ধুলদি রেলগেট এলাকায় কারখানাটি প্রতিষ্ঠা করেন।
বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও শ্রমিক পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে। কিন্তু বেকারিতে নকল, নোংরা, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য তৈরির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার স্যার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সার্বিক দিক নির্দেশনায় ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’