নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল বলেছেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার পরামর্শ দিয়েছেন কলেজের সকল শিক্ষার্থীদের।
তিনি বলেন, প্রবাসী কর্মীর সন্তানরা যাতে ভালোভাবে পড়াশুনা করতে পারে এবং উচ্চ শিক্ষা লাভে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। বর্তমান সরকার সবসময় প্রবাসী কর্মীদের কল্যাণে নিয়োজিত আছে।
ফরিদপুর জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কতৃক আয়োজিত (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০ টায় ফরিদপুর শহরের সরকারি ইয়াছিন কলেজের বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একজন শিক্ষক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সহশিক্ষায় শিক্ষিত হয়ে মেধা খাটিয়ে
দেশে বিদেশে তার দক্ষতানুযায়ী চাকরি করতে পারবে। এছাড়াও তিনি প্রবাসীদের পরিবারের সদস্যরা যাতে আত্মমর্যাদার সঙ্গে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে সরকার সেই চেষ্টাই করছে।
কর্মসংস্থানের জন্য বিদেশে গমনকারীদের জেনে বুঝে সচেতন হয়ে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে বিদেশে যাওয়ার আহ্বান জানান।
ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি ইয়াছিন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক খান, জনশক্তি অফিসের জরীপ কর্মকর্তা নিজাম উদ্দিন পাটোয়ারী, দৈনিক ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার ইনভেস্টিগেশন অফিসার নিরঞ্জন মিত্র (নিরু) প্রমূখ।
এতে সৌদি আরব কর্মরত প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের সরকারি ইয়াছিন কলেজের এইচ এসসি’র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। প্রতিজনকে ২৭ হাজার ৫ শত টাকার চেক বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে সুশৃঙ্খল ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানে সচেতনতা ও দক্ষতার বিষয় নিয়ে গুরুত্বপূর্ন শীর্ষক আলোচনা হয়। এসময় বিতরণ অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।