নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
গতকাল (১৫ এপ্রিল) শুক্রবার বিকাল ৪ টা ২০ মিনিটে ক্যানসারে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর।
তার কর্ম জীবনে হাট গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাষ্টারের চাকুরী করতেন। তিনি শিক্ষার্থীদের মাঝে খুব জনপ্রিয় শিক্ষক হিসাবে শিক্ষার আলো প্রদান করেছেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে ফরিদপুরে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় হাট গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ীর আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
গার্ড অব অনার প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী সহ পুলিশের একটি চৌকস টিম।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. বাশারুল ইসলাম বাদশা, সদর উপজেলা সাবেক কমান্ডার ও দৈনিক আজকের সারাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন মোল্লা, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনিয়নের বিশিষ্ট আওয়ামী লীগের নেতা সুবল অধিকারীসহ সর্বস্তরের হাজারো মানুষ।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ ছালাম মোল্লার মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন।