ফরিদপুর প্রতিনিধিঃ “ভূগর্ভস্থ পানিঃ অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব”এই প্রতিপাদ্যে ফরিদপুরে পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় ঝিলটুলি ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ ও পরিবেশ উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর মতিয়ার রহমান।
ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর সদর উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামচুউদ্দীন মোল্লা,পরিবেশ উন্নয়ন ফোরামের উপদেষ্টা এ্যাড.গোলাম রব্বানী ভূইয়া রতন।
মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আফসার হোসেন, অর্থ-সম্পাদক এবিএম নজরুল ইসলাম সাহিন, প্রচার সম্পাদক তানিয়া ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম শেখ, সদস্য আরিফ হোসেন লিটন, সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের পরিচালক অর্থ সিরাজুল ইসলাম, রেনু বেগম, আমিনুল ইসলাম, পারভীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক সাংবাদিক এস এম মনিরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, ভূপৃষ্টের পানি ব্যবহারে ব্যাপক জনসচেতনা সৃষ্টি করতে হবে। বৃষ্টির পানি ধরে রাখার জন্য সব ধরনের জলাশয় উদ্ধার করে খনন করতে হবে। প্রত্যেক বাসাবাড়ীতে বৃষ্টির পানি সংরক্ষনের ব্যবস্থা করতে হবে। পানির ব্যবহারে মৃতব্যয়ী হতে হবে।