বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিশ্ব নবীকে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ পালিত হয়েছে।
আজ ১২ ই জুন (রবিবার) সকাল ১০ টার দিকে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ চত্তরে অনুমান দশ সহস্রাধিক লোকের গনজামায়েত হয়ে ভারতে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব নবী মুহাম্মাদ (সা:) ও উম্মাহাবুল মু’মিনীন আয়েশ (রা:) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গনজামায়েত আগত লোকজন বাজারের প্রধান সড়ক ও হাসপাতাল রোড হয়ে নদীর কুল দিয়ে উপজেলা শহীদ মিনার চত্তরে সমাবেত হয়ে বিক্ষোভ মিছিল প্রতিবাদ ও বক্তব্য দিয়ে সমাবেশ সফল করেন।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন-মিঠাপুর মাদ্রাসা মহাতামিম মুফতি সিরাজুল ইসলাম।
পরিচালনা করেন আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুব উদ্দিন ফরিদী।
আলফাডাঙ্গা কওমী ওলামা পরিষদের উদ্যোগে ও সর্বস্তরের জনগনের সম্মতিতে উক্ত প্রোগ্রাম সফল করেন।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশন আলফাডাঙ্গা শাখা এম সি মাওলানা তামিম আহমেদ, চাদড়া মাদ্রাসা মুহতামিম মাওলানা আমিন উল্লাহ, গোপালপুর মাদ্রাসা মাওলানা আমিরুল ইসলাম, হেলেঞ্চা কঠুরাকান্দী মাদ্রাসা মওলানা আহসান উল্লাহ মওলানা মাহাবুবুব রহমান আহাজারী, শীরগ্রাম মাদ্রাসা মওলানা আজিজুল্লাহ, কুসুমদি সালামিয়া মাদ্রাসা মুফতি ওহিদুজ্জামান, পানাইল মাদ্রাসা মুফতি এবাদত হোসেন, কেরানীগঞ্জ আগানগর মসজিদ খতিব মওলানা ইমরান জাফরী, সৈয়দ বাসার,কামরুল ইসলাম, হাসমত হোসেন কাজল, রফিকুল ইসলাম রাজিব প্রমূখ।