ফরিদপুর প্রতিনিধিঃ বিলগোবিন্দপুর এ.ডব্লিউ.এস. ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪/১০/২০২২ইং বিকাল চার ঘটিকার সময়ে ফরিদপুর সদরের নগরকান্দা থানার বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আব্দুল ওয়াহেদ সরদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২২ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত সম্পূর্ণ হয়।
উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো মৌলভীরচর স্পোর্টিং ক্লাব বনাম ভাঙ্গার মহেশ্বরর্দী অন্বেশা যুব সংঘ।
সর্বোমোট ১৬ টি দল দিয়ে খেলা শুরু হয় নকআউট পর্বের মাধ্যমে। যেখানে ছিলোনা কোন প্রবেশ ফি।
আজকের এ ফাইনাল খেলায় প্রথমার্ধে গোলশূন্য থাকে। খেলার ৫৩ মিনিটের সময়ে ভাঙ্গার টিম একটি গোল করে এগিয়ে থাকেন। তবে খেলার ৬৮ মিনিটের সময়ে মৌলভিচর একটি গোল করে সমতায় ফিরে আসেন। সম্পূর্ণ খেলার সময় ছিলো ৭০ মিনিটের, সময় শেষে গোল সংখ্যা ১-১ ড্র হওয়াতে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।
ট্রাইব্রেকারের মাধ্যমে মৌলভীরচর ৪-৩ গোলে ভাঙ্গার মহেশ্বর্দী যুব সংঘকে হারিয়ে জয় লাভ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে পুরস্কার গ্রহন করেন গোলকিপার সাইম হোসেন।
খেলার পুরস্কার হিসেবে ছিলো সকল খেলোয়াড়দের জন মেডেল। রানআপ পুরস্কার হিসেবে ছিলো একটি ট্রফি এবং একটি ফ্রিজ। চ্যাম্পিয়ন পুরষ্কার হিসেবে ছিলো একটি ট্রফি এবং ৮০,০০০/- টাকার নগদ চেক।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ইমাম রাজী টুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন।
খেলায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর আঃ কুদ্দুস সরদার, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান সরদার।
খেলা পরিচালনায় ছিলেন রেফারি ফাহিম আহমেদ এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন ধ্রুবতারা ও
নাসির হোসেন।
খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন সোহাগ সরদার, লিখন সরদার, পলাশ মাতুব্বর, সাগর সরদার সহ এ. ডব্লিউ. এস. ক্লাবের সকল সদস্যবৃন্দ। সম্পূর্ণ খেলার তত্বাবধায়নে এবং অভ্যার্থনায় ছিলেন সমাজসেবক ও এ. ডব্লিউ. এস. ক্লাবের সভাপতি সরদার সাব্বির ইবনে জামান।