
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা বিভাগীয় প্রধানগণের সাথে এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল পাঁচটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে ফরিদপুর জেলার বিভাগীয় প্রধানগনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আই এম ই ডি আবু হেনা মোরশেদ জামান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপি এম সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদে পদোন্নতি প্রাপ্ত), ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ডঃ হযরত আলী সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন।