জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি হিসেবে ফরিদপুরে বিভাগীয় গণ-সমাবেশ সফল করতে মৎসজীবীদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই নভেম্বর’২২ ফরিদপুর বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুর শহরের কাঠপট্টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহ মোঃ শফিকুর রহমান রানু মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া।
এ সময় স্থানীয় নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সোহেল আহমেদ, জেলা মৎস্যজীবী দলের নেত্রী আয়শা সিদ্দিকী, আশা আক্তার, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক কাজী এনায়েত হোসেন মুরাদ, সদস্য সচিব রায়হান মৃধা রাশেদ, জেলা মৎসজীবী দলের যুগ্ম মোঃ আজাদ শেখ, পারভেজ শেখ, কোতোয়ালি মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মোঃ বাবলু, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল ইসলাম পলাশ, ভাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক খন্দকার আব্দুস ছামাদ প্রমুখ স্থানীয় নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ১২ই নভেম্বর বিএনপির গণ-সমাবেশ উপলক্ষে ফরিদপুরে আগত অতিথি ও নের্তৃবৃন্দদের সহযোগিতাসহ কর্মসূচি বাস্তবায়ন করতে সকলকে ঐক্য থাকতে আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ লোকমান হোসেন।