বিশেষ প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) এর সার্বিক নির্দেশনায় ৩০ জানুয়ারী ২০২৩ তারিখ ঢাকা-ফরিদপুর হাইওয়ে রোডে অবস্থিত বিভিন্ন হোটেলে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১টি হাইওয়ে রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে মোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।
বাসি খাবার বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করায় সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড়ের সুবর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ২০ পিচ বাসি চিকেন চাপ ও ৭টি মুরগী গ্রিল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
তদারকিকৃত হোটেলগুলোতে মূল্য তালিকা প্রদর্শিত দেখা গেছে। তবে এ সকল মূল্য তালিকা হোটেলের একাধিক দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় সিভিল সার্জন অফিসের জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।