শুক্রবার বিকালে উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বক্তৃতা করেন, বিদায়ী অতিথি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রবিউল হক। তার কর্মময় জীবনের উপর বক্তৃতা করেন, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুক, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মহদী হাসান মাসুদ, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি মো. আজমল হোসেন, সোহেল খান, আমিরুল হক প্রমুখ।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. রবিউল হক ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে বদলী হয়েছেন।