রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু ।
শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাচন কমিশন অফিসে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে এ মনোনয় পত্র জমা দেন। সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খোন্দকার মশিউল আজম চুন্নু বলেন আমি চেয়ারম্যান থাকাকালীন বালিয়াকান্দি ইউনিয়নে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়নের উন্নয়নে স্বচ্ছতার সাথে কাজ করেছি, ইউনিয়নবাসীর সকল প্রকার সেবা প্রদানের সর্বাত্বক চেষ্টা করেছি। যুব সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিকল্পিত, জনবান্ধব ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যেকাজ শুরু করেছিলাম আমি পুনরায় নির্বাচিত হলে আমার এই অসমাপ্ত কাজ শেষ করবো।
তিনি আরো বলেন বালিয়াকান্দি ইউনিয়নে আমার কর্মী ও সমর্থকরা সু-সংগঠিত। চেয়ারম্যান থাকাকালীন দলমত নির্বিশেষে সকল মানুষর সেবা করার চেষ্টা করেছি। বালিয়াকান্দি ইউনিয়নের ভোটারেরা সচেতন তারা আমার কাজের মূল্যায়ন করে আমাকে ভোট দিলে আমি বিপুল ভোটে জয়ী হবো বলে আশাবাদী।
এসময় তার সাথে থাকা ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মি সমর্থক ও সাধারন ভোটারেরা জানান, সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আচম চুন্নু তিনি একজন সাদা মনের মানুষ। তিনি সবসময় অসহায় দরিদ্র নিপেরিত মানুষের পাশে থাকেন। বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে ভোটারেরা তাকেই নির্বাচিত করবে।