
রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর উপজেলা শেখ রাসেল মিনি স্টডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযাদ্ধা মো. আবুল কালাম আজাদ, ওসি তারিকুজ্জামান। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা প্রদান করা হয় এবং ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।