রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী বালিয়াকান্দি বাজারে মুদিখানা এবং হোটেল রেঁস্তরা গুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময়, ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১) ধারা লংঘনে জয়ন্ত কুন্ডুকে ৫(৪) ধারায় ১,০০০ টাকা, বলাই ভৌমিক কে মাতৃদুগ্ধ ও শিশু খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ২,৫০০ টাকা ও জয়ন্ত কুন্ডুকে ঐ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩,০০০ টাকা,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা ৩,০০০ টাকা ও ৩৫০০শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত ঝরনা বিড়ি এবং রাজুবিড়ি জব্দ করা হয়। টং চাইনিজ রেষ্টুরেন্টের মালিক মওদুদ আহম্মেদ কে ভোক্তা আইনের ৫৩ ধারায় ৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং ৩৫ লিটার পোড়া তৈল জব্দ এবং ধ্বংস করা হয়।
সর্বমোট ১৪,৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা সহ সতর্ক করা হয়। সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, শৃঙ্খলায় বালিয়াকান্দি পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলবে বলে জানান।