রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষীণবাড়ী গ্রামে আদালতের আদেশ অমাণ্য করে পাঁকা ঘর উত্তলনের কাজ চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা।
উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের মৃত. সৈয়দ মুর্তজা আলীর ছেলে কুদরত আলী বুধবার সকালে জানান, আমাদের নামীয় ভোগ দখলীয় দক্ষিণবাড়ী মৌজার ৬৫৩৯ দাগের মধ্যে ১২ শতক জমি একই গ্রামের প্রতিপক্ষ নাজির হোসেনের ছেলে মনির হোসেন ও তৌহিদ হোসেন বেআইনীভাবে জোরপূর্বক পাঁকা ঘর নির্মাণ করতে থাকলে আমি রাজবাড়ী আদালতে মি.স.পিঃ ২৯/২২ মামলা দায়ের করলেও প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে পাঁকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে এই ঘটনায় উর্ধত্বন কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।