রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও (ভাড়প্রাপ্ত) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, (ওসি) তারিকুজ্জামান
জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান, বহরপুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ও নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, স্বাস্থ্য কর্মকর্তা মো.নাসির উদ্দিন, সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, প্রকৌশলী মো. আলমগীর বাদশা,সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু।
এছারা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।