আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে কো- অপ্ট (বিদ্যুৎশাহী) সদস্য নির্বাচিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর ) সকাল ১০ টা বারাংকুলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকে রুমে ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রওশন শেখ এর প্রস্তাবে মো. হারুন মোল্লার সমর্থনে সর্বসম্মতিক্রমে বোয়ালমারী উপজেলাধীন শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ কো- অপ্ট (বিদ্যুৎশাহী) সদস্য নির্বাচিত করেন।
উল্লেখ্য: গত১৩ অক্টোবর বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন ২০২২ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর বিদ্যালয় সভা কক্ষে এক সভা ম্যানেজিং কমিটির সভাপতি একেএম আহাদুল হাসান আহাদ নির্বাচিত করে।