বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালি উপজেলার বামুন্দী বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক পংকজ কুমার সরকার। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিদায়ী ছাত্রছাত্রীদের পরীক্ষার হলে সুশৃঙ্খলভাবে থাকতে বলেন এবং প্রশ্ন ভালভাবে পরে উত্তর লিখতে পরামর্শ দেন।
অনুষ্ঠিত শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে নানা ধরনের শিক্ষা উপকরন তুলে দেন অতিথিবৃন্দ।