মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের উদ্যোগে দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১লা ফেব্রুয়ারী দুপুরে পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির ফুলতলা বাজারে কম্বল বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপির সার্বিক দিক-নির্দেশনায় তার প্রতিনিধিদল দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন।
জানা যায়, বাবুপাড়া ইউপির ফুলতলা বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম আমান, বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাবুপাড়া ইউপির ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার নিজাম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল জানান, রাজবাড়ী-২ আসনের বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক ভাবে দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এলাকার উন্নয়নের রূপকার। তার নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে। এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির হাতকে শক্তিশালীকরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন তিনি।