জিল্লুর রহমান রাসেলঃ আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চরভদ্রাসন উপজেলার ১নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হয়েছেন রফিক বেপারী।
পেশায় তিনি একজন ব্যবসায়ী। তিনি এই চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা। নির্বাচন উপলক্ষে পুরো ইউনিয়ন জুড়েই তিনি ব্যপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। এলাকা ঘুরে দেখা যায় তিনি নির্বাচনী প্রচারণা চালানো সময় স্থানীয় বাচ্চাদের সাথে আনন্দ উল্লাসে মেতে উঠছেন। বাচ্চারা তাকে কাছে পেয়ে যেন খেলার সাথী পেয়েছে এমন একটা পরিবেশ তৈরী হচ্ছে।
তিনি জানান, আগামী ২৮ নভেম্বর চরভদ্রাসন উপজেলার ১নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য, মেধাবী এবং শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আমিই এগিয়ে। আমাদের পরিবার এই ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবার। আমার দাদা, চাচা ও বড় ভাই পুর্বে সফলতার সাথে জনপ্রতিনিধিত্ব করেছেন। তারই ধারাবাহিকতায় আমিও জনগণের সাথে থেকে তাদের খেদমত করতে চাই। বিগত দিনগুলোতেও আমি ইউনিয়নবাসীর সাথে থেকে তাদের নানা ভাবে সেবা করেছি। আগামীদিনে জনপ্রতিনিধি হিসেবে তাদের সেবা করতে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি যোগ্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই ইউনিয়নবাসী আমাকে সিলেক্ট করেছে। আশা করি নির্বাচন অবাধ ও সুষ্ঠ হলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। আমি বিজয়ী হলে এই চর হরিরামপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো এটা আমার নির্বাচনী ওয়াদা।