নিরঞ্জন মিত্র নিরুঃ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাগাট ইউনিয়ন পরিষদের আয়োজনে, (২৮ সেপ্টেম্বর) বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্তর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বাগাট বাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খানের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্জাহান হোসেন মোল্লা, কোরকদি রাজবিহারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নৃপেন্দ্র নাথ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবদুল ছত্তার, বীর মুক্তিযোদ্ধা হারুনর রশীদ প্রমূখ।
এসময় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধি, পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন পেশাজীবী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।