ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণ বিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে রবিবার সকাল ১০টায় ফরিদপুর সার্কিট হাউজের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সমাপনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি (আপিল বিভাগ) মোঃ নিজামুল হক নাসিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং দ্য ডেইলী অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা।
অনুষ্ঠান সঞ্চালনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও (অতিরিক্ত সচিব) মোঃ শাহ্ আলম।
এ কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন। এসময় তারা সাংবাদিকতা বিষয়ক অতিতে ও বর্তমানের কাজের তুলনা করে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
কর্মশালায় জানানো হয়, সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে সারাদেশে কর্মরত সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে। এর মাধ্যমে দেশের প্রকৃত সাংবাদিকদের একটি চিত্র উঠে আসবে। এই ডাটাবেজ তৈরি হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে সাংবাদিকদের একটি করে আইডি কার্ড প্রদান করা হবে। এছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিল অ্যাক্টকেও যুগোপযোগী করা হচ্ছে যেখানে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে হলে সর্বাগ্রে প্রেস কাউন্সিলে যাওয়ার বিধান রাখা হবে। অশিক্ষিত ব্যক্তি দিয়ে সুস্থ্য, নীতি নৈতিকতাভিত্তিক সাংবাদিকতা সম্ভব নয় বলেও কর্মশালায় জানানো হয়।
কর্মশালার দ্বিতীয় পর্বে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সনদ বিতরণ করা হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেন।