বিশেষ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পাঞ্জলী অর্পণসহ তার পরিবারের সকলের বিদেহী আত্নার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নবগঠিত পদ্মাঙ বিভাগীয় প্রেসক্লাব।
২৮ জুন মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে এই পুষ্পাঞ্জলী অর্পণ করাসহ দোয়ার আয়োজন করা হয়। এর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ নওয়াব আলী।
এ সময় উপস্থিত ছিলেন পদ্না বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি শেখ আশরাফউদ্দিন তারা, (ফরিদপুর জেলা প্রতিনিধি) দৈনিক চিত্র। সাধারন সম্পাদক এস.এম আকাশ, (ফরিদপুর জেলা প্রতিনিধি) চ্যানেল এস টিভি, দৈনিক আমাদের নতুন সময় ও ডেইলি সিটিজেন টাইমস। সহ-সভাপতি আব্দুল মঈন (ফরিদপুর জেলা প্রতিনিধি) দৈনিক জনবাণী, কাজী মাহমুদ (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি) চ্যানেল এস টিভি, শওকত আলী শিকদার (সিনিয়র রিপোর্টার) দৈনিক অগ্নিশিখা। সহ-সম্পাদক সেতু আক্তার (ফরিদপুর জেলা প্রতিনিধি) দৈনিক বাংলাদেশের আলো ও ডেইলি আওয়ার টাইমস, মো: আনোয়ার হোসেন (ফরিদপুর জেলা প্রতিনিধি) দৈনিক স্বাধীন বাংলা। সাংগঠনিক সম্পাদক মো: শেখ জাফর (ফরিদপুর জেলা প্রতিনিধি) দৈনিক ভোরের দর্পণ। প্রচার সম্পাদক মো: শাহাবুল আলম (ফরিদপুর জেলা প্রতিনিধি) দৈনিক গনমুক্তি। অর্থ সম্পাদক সবুজ কুমার দাস (ফরিদপুর জেলা প্রতিনিধি) দৈনিক নবচেতনা। সদস্য হেমন্ত বিশ্বাস (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি) দৈনিক ভোরের পাতা। মনির মোল্যা (নিজস্ব প্রতিনিধি) দৈনিক যুগের সাথী। সজল সরকার (টুিঙ্গপাড়া প্রতিনিধি) দৈনিক প্রতিদিনের সংবাদ, হাফিজুর রহমান (টুঙ্গিপাড়া প্রতিনিধি) দৈনিক বাংলাদেশ বুলেটিন, শফিক শিমুল (টুঙ্গিপাড়া প্রতিনিধি) দৈনিক আনন্দ বাজার পত্রিকা।