শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১১ টার সময় বাংলাদেশ কৃষক লীগ সালথা উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাজী নূরুল ইসলামের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী।
এ সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ শহীদুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার লক্ষণ, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কবিরুল আলম মাও, কেন্দ্রীয় কৃষক লীগের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসেন মুন্না, বাংলাদেশ আওয়ামী লীগের সালথা উপজেলা শাখার সভাপতি, মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যাপক ডাঃ গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম সোহেলসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রহমান।
সম্মেলন শেষে সালথা উপজেলার পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হয়। ঘোষণা করেন জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম। এ সময় সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা ও সাধারণ সম্পাদক আমিন খন্দকারকে ঘোষণা করা হয়েছে।