নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
(১৮ অক্টোবর) মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করণ, মশাল প্রজ্জ্বলন মধ্যে দিয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা এর সভাপতিত্বে, ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান মাহমুদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মনজুরুল ইসলাম প্রমূখ।
ক্রীড়ানুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম।
ক্রীড়ানুষ্ঠানে বিএনসিসি, স্কাউট ও কলেজের স্পোর্টস টিম মনমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন ও শিক্ষার্থীরা
মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ তুলে ধরে। পরে বিভিন্ন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করেন।