নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন ও সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর উদ্যোগে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করেছেন।
এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি সকালে ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে (ঐতিহাসিক অম্বিকা ময়দান) পুষ্প অর্পণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন ফরিদপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ (উপ-নিবন্ধক) খোন্দকার হুমায়ুন কবির, ফরিদপুর সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন এর পরিচালক ও ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর চেয়ারম্যান শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর জেলা সমবায় কার্যালয় এর পরিদর্শক মোঃ রেজাউল হক, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি:, ফরিদপুর এর সহ-সভাপতি মোঃ এনায়েত হোসেন লিটন, ফরিদপুর সদর উপজেলা সমবায় কার্যালয় এর সহকারী পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, জেলা সমবায় কার্যালয় এর প্রধান সহকারী রিয়াজুল, এফসিসিবিএল এর কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম, ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর কমিটির সদস্য মো: জাহিদ হেসেন, এফসিসিবিএল এর কমিটির সদস্য মোঃ বিল্লাল হোসেন, সাঁকো সমবায় সমিতির অন্তরবর্তী কমিটির সভাপতি সাইমুর রহমান সহ বিভিন্ন সমিতির সমবায়ীবৃন্দ।