নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে সদর উপজেলা কৃষক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারী ২০২২ রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভায় শেখ আকতার এর সভাপতিত্বে বাংলাদেশ কৃষক লীগ সদর উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মী সভায় সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম কবির, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম সোহেল, সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড: সিদ্দিক আহমেদ, সদস্য মোঃ হাশমত আলী।
সভায় অন্যান্যে নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন কামরুল হাসান বাবলু, জিএম মোর্শেদ প্রিন্স, এনামুল হক দুলাল, নিয়ামত আলী ভূইয়া, আ: হাকিম মাষ্টার ও কবির মোল্লা।
সভা শেষে সকল ইউনিয়ন নেতাকর্মীদের সর্বসম্মতিতে শেখ আকতারকে আহ্বায়কও এনামুল হক দুলালকে সদস্য সচিব করে সদর উপজেলা কৃষক লীগের ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক জি এম মোর্শেদ (প্রিন্স)-(মাচ্চর ইউ,পি), যুগ্ম-আহ্বায়ক নিয়ামত আলী ভূইয়া-(আলিয়াবাদ ইউ,পি), যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল হাসান (রাজিব)-(কৈজুরী ইউ,পি)।
সদস্য কবির মোল্লা (নর্থ চ্যানেল ইউ,পি), আ: হাকিম (মাষ্টার) (চাদপুর ইউ,পি), ভাগ্য সরকার (কানাইপুর ইউ,পি), আ: আহাদ (গেরদা ইউ,পি), মো: আলী শেখ (ঈশান গোপালপুর ইউ,পি), এ এইচ রাশেদ (কৃষ্ণনগর ইউ,পি), মাে: মমিন শিকদার (মাচ্চর ইউ,পি), মাে: হুমায়ুন শেখ (কৈজুরি ইউ,পি), মাে: হায়দার আলী খান (ডিক্রীর চর ইউ,পি), মাে: শেখ দেলােয়ার (অম্বিকাপুর ইউ,পি)।
এ সদস্যদের নাম ঘোষণা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা কৃষকলীগ সভাপতি শেখ শহিদুল ইসলাম।
এ সভায় কৃষক লীগকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র গঠনে সহযোগীতার আহবান জানান।