
ফরিদপুর প্রতিনিধিঃ ৩য় পর্যায়ে ২য় ধাপে ফরিদপুর সদর উপজেলায় দুই শতাংশ জমিসহ গৃহ পেয়েছে ১০০ টি পরিবার।
২১ জুলাই বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৯২টি উপজেলার ভার্চুয়ালি ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে ফরিদপুর সদর উপজেলায় এ পরিবারগুলোর হাতে গৃহের চাবি, ০২ শতাংশ খাস জমির কবুলিয়ত, নামজারি খতিয়ান, ডিসিআর এবং সনদ বুঝিয়ে দেয়া হয়।
ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, উপজেলা সমবায় কর্মকর্তা আমানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নুরুন্নাহার বেগমসহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও উপকারভোগীগণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।