ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর র্যাব-৮ কর্তৃক কথিত কোটি টাকার তক্ষক উদ্বার করেছে র্যাব।
মধুখালী থানা সুত্রে জানা গেছে, ৫ জুলাই গভীর রাতে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে হানিফ বিশ্বাসের বাড়ীতে অভিযান চালিয়ে তক্ষকসহ দুজনকে আটক করে।
আটককৃতরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার খালকুলা গ্রামের ইউসুফ সরদারের ছেলে মোঃ ওয়াজেদ সরদার (৬৫) ও মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামের ওহেদ বিশ্বাসের ছেলে হানিফ বিশ্বাস।
র্যাব-৮ ২০১২ সালের বন্যপ্রাণী আইনে তাদের আটক করে মধুখালী থানায় সোপর্দ করে। ৬ জুলাই বেলা ১১টায় আটককৃতদের মুচলিকায় নিজ জিম্বায় ছেড়ে দেওয়া হয়। তক্ষকটি ফরিদপুর চিনিকল জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
তক্ষক প্রায় ১৫ ইঞ্চি লম্বা। এটি গিরগিটি প্রজাতির। পৃথিবীতে প্রায় ৬শ প্রজাতির তক্ষক আছে।
ইনামুল খন্দকার
বিশেষ প্রতিনিধি।