নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর মুন্সীর বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
(৯ মে) সোমবার বিকাল ৩ টায় দীর্ঘ ১০ বছর পর মুন্সীর বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে শিক্ষক-শিক্ষিকার মধ্যে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
৩ টি সদস্য পদে নির্বাচিতরা হলেন মোঃ ওয়াহিদুজ্জামান, তাপস কুমার সরকার ও মহিলা রায়হানা খন্দকার।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার।
এ সময় বিদ্যালয়ের দাতা সদস্য সঞ্জীবন সাহা, সোনালী ব্যাংক লিঃ অবঃপ্রাপ্ত কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খোন্দকার আব্দুর রব সহ আইন শৃঙ্খলা বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।