
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর বর্ধিত পৌরসভার ২৭নং ওয়ার্ডের মুন্সীর বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
(৯ই মে) সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত বিদ্যালয়ের শ্রেণি কক্ষে অবিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচন বিরতিহীন ভাবে ভোট প্রদানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ৭৭৩ জন। নির্বাচনে পুরুষ ও মহিলা অভিভাবকসহ মোট ৫ শত ১৭ জন ভোটারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রয়োগ করেন।
অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে আটজন অভিভাবক সদস্য নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে চারজন পুরুষ সদস্য নির্বাচিত করার জন্য এই ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দুইটি প্যানেলের মাধ্যমে শেখ আব্দুল কুদ্দুস (এ্যাম্বুলেন্স), মোঃ শেখ জাফর (ফুটবল), মোহাম্মদ নজরুল ইসলাম (আনারস), নূরুল হক মুন্সী (মোরগ) প্রতিক।
মোঃ খোকন মিয়া (বই), বাবলু কুমার বিশ্বাস (মাছ), রমেন কুমার কুন্ডু (দোয়াত কলম), সহিদুল ইসলাম (আম), নির্বাচনে আটজন শেখ আব্দুল কুদ্দুস (মাইক্রোবাস), মোঃ খোকন মিয়া (বই), মোঃ শেখ জাফর (ফুটবল), মোহাম্মদ নজরুল ইসলাম (আনারস), নূরুল হক মুন্সী (মোরগ), বাবলু কুমার বিশ্বাস (মাছ), রমেন কুমার কুন্ডু (দোয়াত কলম), সহিদুল ইসলাম (আম) প্রার্থীরা অংশগ্রহণ করেন।
এর মধ্যে নির্বাচনে মোঃ খোকন মিয়া (বই) প্রতিকে ৩০৩ ভোট পেয়েছে, মোহাম্মদ নজরুল ইসলাম (আনারস) প্রতিকে ২৮১ ভোট পেয়ে ২য় স্থানে, মোঃ শেখ জাফর (ফুটবল) প্রতিকে ২৪৮ ভোট পেয়ে ৩য় স্থানে ও শেখ আব্দুল কুদ্দুস (এ্যাম্বুলেন্স) প্রতিকে ২২৪ ভোটে চতুর্থ স্থান বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন।
নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীর বাজার উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল সহ সকল শিক্ষক, শিক্ষিকা, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।