নিজস্ব প্রতিবেদকঃ সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশের অর্থনীতি আজ বেহাল হয়ে গেছে। এজন্য গণতন্ত্রও ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এভাবে চলতে থাকলে দেশ অকার্যকর হয়ে যাবে। এটি তাই শুধু বিএনপির বিষয় নয়, এটি এখন দেশের জাতীয় সমস্যা হয়ে গেছে। সবাইকে জাতীয়ভাবে একসাথে সংগ্রাম করে এই সমস্যার সমাধান করতে হবে।
আজ সোমবার বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ্ আল নোমান আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিক্ষোভ দিবস চলে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চাই না। বর্তমানে অর্থনীতি ভেঙ্গে যাওয়া, গনতন্ত্র না থাকায় দেশ ধ্বংস অনিবার্য। এ সরকার গনতান্ত্রিক প্রক্রিয়া নূন্যতম টলারেট করতে পারে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাবেক সংসদ সদস্য ইয়াসমিন আরা হক, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নায়াবা ইউসুফ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল জেলা যুব দলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারন সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ জেলা-উপজেলার বিএনপির অংঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে চাউলের দাম ৬০ টাকা, সয়াবিন ২০০, পেয়াজসহ খাদ্য সামগ্রির মূল্য বৃদ্ধি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শেয়ার বাজারে ধস নামে, গনতন্ত্র ধ্বংস হয়।