ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিমেষ রায় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।
এ সময় পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এই পবিত্র রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পবিত্র ঈদ উপলক্ষে গৃহহীনদের ঘর উপহার দেওয়ায় তার ভূয়সী প্রসংশা করেন এবং তার পরিবারের জন্য সুস্থতা কামনা করে দোয়া চান।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।